নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে জগতি গ্রামের একটি চায়ের দোকানের সামনে বেঞ্চের ওপর খাতার চারটি বান্ডিল দেখে দোকানি স্থানীয় কমিউনিটি পুলিশকে খবর দেন। কমিউনিটি পুলিশ বিষয়টি কুষ্টিয়া মডেল থানা-পুলিশকে জানায়। পরে রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়। উত্তরপত্রগুলো ৮ ফেব্রুয়ারি চলতি এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের।
জাহিদুল ইসলাম আরও বলেন, এ ব্যাপারে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা জানান, পরীক্ষা শেষে গতকাল বোর্ড থেকে উত্তরপত্র মূল্যায়নের জন্য শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়। তবে উদ্ধার করা খাতাগুলোর মধ্যে কোনো চিঠি (কোন শিক্ষক খাতা দেখবে) পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উত্তরপত্রগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে রাখা হয়েছে। prothom-alo
0 comments:
Post a Comment