পদার্থবিজ্ঞানে
২০১০ সালের নোবেল পুরস্কার পেয়েছিলেন জন্মসূত্রে রাশিয়ার দুই বিজ্ঞানী
আন্দ্রে গাইম এবং কনস্টানটিন নোভোসেলোভ। ইংরেজি নববর্ষে এবার নাইট উপাধি
দিয়ে তাদের সম্মান জানালেন বৃটেনের রাণী।আন্দ্রে গাইম এবং কনসটানটিন নোভোসেলোভ ছাড়াও ২০০৯ সালে রসায়নে নোবেল জয়ী ড. ভেঙ্কটরামন রামকৃষ্ণানও এবার নাইট উপাধি পেয়েছেন।
জানা গেছে, চলতি বছর বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নাইট উপাধি পাওয়ার হার শতকরা ৩ ভাগ।
বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ নোবলেজয়ী এ দুজনকে নাইট উপাধি দিয়েছেন।
২০১০ সালে গ্রাফিনি নামের অতি-সুক্ষ কার্বন কণা নিয়ে গবেষণার জন্য দুই জনকে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিলো।
ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী আন্দ্রে গাইম ও কনসটানটিন নোভোসেলোভ কার্বনের সবচেয়ে পাতলা ও শক্ত রূপ ‘গ্রাফেন’ নিয়ে একসঙ্গে গবেষণা করেছেন।
গ্রাফিনি স্বচ্ছ এবং বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী হওয়ায় ট্রান্সপারেন্ট টাচ স্ক্রিন, লাইট প্যানেল এবং সোলার সেল তৈরিতে সহায়ক।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment