গবেষকদের তোলা ছবিতে দেখা গেছে, মুমূর্ষ নক্ষত্রটির বহিঃআবরণে বিশাল গ্যাসের মেঘ ছড়িয়ে পড়েছে আর কেন্দ্র টিমটিম করে জ্বলছে। গবেষকদের দাবী, ৫ শো’ কোটি বছর পর যখন সূর্যের জ্বালানি কমে যাবে তখন সূর্যের পরিণতিও হবে একই রকম।
গবেষক বিল স্নাইডারের তোলা ছবিতে যে নীহারিকাটি ধরা পড়েছে তার নাম ডাম্বেল নেবুলা বা এম ২৭। এটি পৃথিবী থেকে ১ হাজার ৩৬০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এ নেবুলাটি বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করেও দেখা সম্ভব।
নাসা’র গবেষকরা জানিয়েছেন, এম ২৭ হচ্ছে আকাশে দৃশ্যমান উজ্জ্বল একটি নীহারিকা। ফক্স নক্ষত্রপুঞ্জ অঞ্চলে এটি দেখা যায়। ঐ নক্ষত্র থেকে আলো পৌঁছাতে ১ হাজার ৩৬০ বছর লাগে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment