বানরের এ কাণ্ড দেখে অনেকেই বাঁদরামি ভাবছেন বা ভাবছেন অ্যাপল থেকেই এমনটা করেছে বানর। কিন্তু গবেষকরা বলছেন, বানরেরও টাচস্ক্রিন ব্যবহার করে আইপ্যাড চালানোর মতো সহজাত বুদ্ধি রয়েছে। ‘অ্যাপস ফর দ্য এপস’ প্রকল্পের মাধ্যমে বানরের সহজাত বুদ্ধি পরীক্ষা করেছেন গবেষকরা। গবেষকরা বলছেন, বানরদের সবসময় চাঙ্গা রাখতে হয় নাহলে তারা উৎসাহ হারিয়ে ফেলে।’
অ্যাপল-এর প্রয়াত সিইও স্টিভ জবস-এর ধারণা থেকেই এ প্রকল্পটি নিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গবেষকরা বলছেন, বানর আর্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ছবিও আঁকতে পারে এবং ভিডিও দেখতেও খুব মজা পায়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment