ইউএসবি আদলের এমন চাবি তৈরি করেছেন সিঙ্গাপুরভিত্তিক ইলেকট্রনিক প্রতিষ্ঠান আইটোয়াইন-এর গবেষকরা। তারা বলছেন, ‘ইউএসবি কি’ ব্যবহার করে ব্যক্তিগত কম্পিউটারের ফাইল যেকোনো ইন্টারনেটযুক্ত কম্পিউটার থেকে পড়া বা দেখা যাবে।
লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)-এ আইটোয়াইন এই ডিভাইসটি দেখিয়েছে।
আইটোয়াইন মুখপাত্র কারা রোজেনথাল জানিয়েছেন, ‘আইটোয়াইন ডিভাইসটি যেকোনো স্থান থেকে বাড়ির কম্পিউটারে রাখা ফাইল তারবিহীন একটি কেবলডিভাইসের মতো খুলতে সাহায্য করবে। কোথাও ভ্রমণে গেলে প্রয়োজনীয় ফাইল এ ডিভাইসটির মাধ্যমে খোলা যাবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএসবি ড্রাইভ পোর্টে ডিভাইসটি লাগিয়ে বাড়িতে থাকা কম্পিউটারের সব ফাইল এমনকি পুরো হাড্রডাইভের তথ্যও পাওয়া যাবে।
ডিভাইসটির দুটি অংশ। একটি অংশ বাড়ির কম্পিউটারে লাগিয়ে রেখে বাকি অংশটি চাবির মতোই সঙ্গে নেয়া যাবে এবং যেকোনো কম্পিউটার থেকে ব্যক্তিগত কম্পিউটারের তথ্য পাওয়া যাবে। এ ডিভাইসটি দূর থেকেও বন্ধ করে দেয়া সম্ভব।
ডিভাইসটির দাম পড়বে ৯৯ ডলার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment