- পৃথিবী যদিও নিজ অক্ষে ঘন্টায় ১০০০ মাইল বেগে ঘোরে, কিন্তু অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে চলে, ঘন্টায় প্রায় ৬৭০০০ মাইল বেগে ।
- পৃথিবীতে বছরে প্রায় ১০০০০০০ এরও বেশী ভুমিকম্প হয়ে থাকে ।
- প্রতি সেকেন্ডে প্রায় ১০০ বজ্রপাত পৃথিবীতে হয়ে থাকে ।
- বজ্রপাতে প্রতি বছর প্রায় ১০০০ লোক মারা যায় ।
- ডিএনএ প্রথম আবিস্কৃত হয় ১৮৬৯ এ সুইস ফ্রেডরিক মিস্কলার* এর মাধ্যমে ।
- থার্মোমিটার ১৬০৭ সালে গ্যালিলিওর দ্বারা আবিস্কৃত হয় ।
- ১২৫০ সালে রজার বেকন আতশী কাচ আবিস্কার করেন ।
- ১৮৬৬ সালে আলফ্রেড নোবেল ডিনামাইট আবিস্কার করেন ।
- প্রথম নোবেল পুরস্কার উইলহেম রনজেন ১৮৯৫ এ এক্সরে আবিস্কার করে (পদার্থবিদ্যা) পান ।
- এযাবৎকালের সবচেয়ে উচুতম গাছটি হল একটি অস্ট্রেলিয়ান ইউক্যালিপটাস গাছ, যার উচ্চতা ৪৩৫ ফুটের মতো ।
- ইলেকট্রিক ঈল মাছ প্রায় ৬৫০ ভোল্ট শক দিতে পারে ।
- ১৯৬২ সালে প্রথম টেলিফোন এবং টিভি সিগন্যাল রিলেতে সক্ষম যোগাযোগ উপগ্রহ টেলস্টার উৎক্ষেপন করা হয় ।
- জিরাফ অধিকাংশ সময় ২৪ ঘন্টার মধ্যে মাত্র ২০ মিনিট ঘুমায় । যদিও কখনও কখনও ২ ঘন্টাও ঘুমায় তবে তা খুবই ব্যতিক্রম ।
- সারা শরীর ঘুরে আসতে একটি রক্ত কোষের ৬০ সেকেন্ডের মতো সময় লাগে ।
- একটা রবার অনুতে ৬৫,০০০ পরমানু থাকে ।
- কোয়ালা গড়ে ২৪ ঘন্টায় ২০ ঘন্টা ঘুমিয়ে কাটায় ।
- একজন পুরুষ দেহে এক সেকেন্ডে প্রায় ১০০০ কোষ শুক্র তৈরী হয়, প্রায় ৮৬০০০০০০ এক দিনে ।
- প্রতি ঘন্টায় বিশ্বজগৎ চারদিকে শতকোটি মাইল বিস্তৃত হচ্ছে ।যদি আলোর গতিতেও যাত্রা শুরু করা হয়, তাহলেও নিকটস্থ ছায়াপথ এন্ড্রোমিডাতে যেতে বিশ লক্ষ বছর লাগবে ।
- মিশরের আসওয়ান সবচেয়ে শুস্ক এলাকা, বছরে মাত্র .০২ ইঞ্চি বৃষ্টি হয় ।
- সবচেয়ে বড় মরুভূমি সাহারার আয়তন প্রায় ৩,৫০০,০০০ বর্গ মাইল ।
- কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের চাইতেও ১০০০ গুন বেশী ।
- মাধ্যাকর্ষন শক্তি থেকে বের হতে একটি রকেটকে সেকেন্ডে ৭ মাইল গতিতে চলতে হয় ।
- বাশের কিছু প্রজাতি দিনে ৩ ফুট পর্যন্তবাড়ে ।
- পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা ধরা হয় ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস ।
- আকার অনুযায়ী গুবরে পোকা (বিটল) হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা, একটা রাইনোসোরাস গুবরে তার নিজের ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুন বেশী বইতে পারে
- ১৯৭৯ সালে জাপানের সনি প্রথম ওয়াকম্যান বাজারে ছাড়ে ।
- লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে । কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয়, প্রথম সফল সিগন্যাল বাতি স্থাপন হয় ১৯১৪ সালে ক্লিভল্যান্ড, ওহিওতে ।
- মানব হৃৎপিন্ডদিনে প্রায় ১০০,০০০ বার স্পন্দিত হয় ।
- মাথা ছাড়াও তেলাপোকা ৯ দিন বেচে থাকতে পারে ।
- প্রথম বাইসাইকেল তৈরী হয় ১৮১৭ সালে ।
- অধিকাংশ ক্ষেত্রেই দিন অপেক্ষা রাতেই শিশু জন্মহার বেশী ।
- স্থলচরদের মধ্যে মানুষ ছাড়া আর যে প্রানীটি কাঁদতে পারে সেটি হল হাতি ।
- শিকারের কারনে বিলুপ্ত হবার প্রায় ১০০ বছর পর ১৫০৭ সালে ডোডো আবিস্কার হয় ।
- প্রতিদিন মহিলারা গড়ে ৭০০০ বাক্য বলে থাকে, আর পুরুষরা বলে থাকে ২০০০ বাক্য ।
- ১৯৬১ সালে ব্যাংক অব স্টকহোম প্রথম ব্যাংকনোট ছাড়ে ।
- মানব মস্তিস্ক শরীরের আয়তনের মাত্র ২% হলেও এর শক্তি চাহিদা অনেক । মোট শক্তির ২০% ।
- এ্যালকোহোল পুরুষের শরীরের টেস্টোস্টেরন যৌন হরমোনকে কমিয়ে দিলেও নারী শরীরে তা বাড়িয়ে দেয় ।
- সূর্যকে ঘুরতে পৃথিবীর প্রকৃত সময় লাগে পৃথিবীর ৩৬৫.২৪২১৯৯ দিন ।
- মরুভূমি পৃথীবির প্রায় একসপ্তমাংশ জুড়ে আছে ।
- মরুভূমির তাপমাত্রা প্রায় ৭৭ ডিগ্রি সেন্টিগ্রেডে উঠতে পারে ।
- প্রথম এ্যালার্ম ঘড়ি আবিস্কার হয় ৩,৫০০ বছর আগে এক মিশরীয়র দ্বারা ।
- ৪,৮০০ বছর আগে মিশরীয়রা ৩৬৫ দিনের বছর সম্পর্কে জানতো ।
- এক কাপ কফিতে ১০০০ এরও বেশী রাসায়নিক পদার্থ থাকতে পারে ।
- একটা নয়া মডেলের শক্তিশালী কম্পিউটার একটা .১ গ্রাম ওজনের গোল্ডফিসের মস্তিস্কের সমানও কাজ করতে সক্ষম নয় ।
- একটা কম্পিউটারের অন্তত দশ লক্ষাধিক শক্তিশালী হ্ওয়া লাগবে মানব মস্তিস্কের সমান কাজ করতে হলে ।
- একটা রাই গাছের শিকড় মাটির নীচে ৪০০ মাইল বিস্তার লাভ করতে পারে ।
- যদিও রেইনফরেস্ট পৃথীবির ভূপৃষ্ঠের মাত্র ৭% জুড়ে আছে, কিন্তু পৃথীবির অন্তত ৪০% প্রানী ও গাছপালা এর উপর নির্ভরশীল থাকে ।
- ৮৮% মানুষই ডানহাতি হয়ে থাকে ।
- স্তন্যপায়ী প্রানীদের মধ্যে ব্যতিক্রম হলো পাটিপাস এবং একিডনা, যারা ডিম পাড়ে এবং স্তন্যপান করায় ।
- বুধ গ্রহের (মার্কারী) তাপমাত্রা দিনে ৪০০ ডিগ্রী সেন্টিগ্রেডেরও বেশী হয়ে থাকে, কিন্তু রাত্রে – ২০০ ডিগ্রী সেন্টিগ্রেডের নীচে নেমে যায় ।
- জন্মের পর জিরাফের বাচ্চা প্রায় ৬ ফুট উচু হতে মাটিতে পড়ে, কোনোপ্রকার আঘাত ছাড়াই ।
- চিংড়ির হ্রৎপিন্ড মাথায় থাকে ।
- হীরাকে এ্যাসিড দিয়েও গলানো সম্ভভব নয়, কেবল মাত্র তীব্র তাপের মাধ্যমেই একে গলানো সম্ভভব ।
- একটা বজ্রপাত ভূপৃষ্ঠে ১০০০০০০০০ (১০ মিলিয়ন) ভোল্ট শক্তিতে আসতে পারে ।
- এ্যান্টার্কটিকার ভষ্টককে পৃথিবীর সবচাইতে শীতল সহান বলা হয়, এখানে -১২৯ ডিগ্রি ফারেনহাইটের (-৮৯ সেল) রেকর্ড আছে (১৯৮৩, ২১ জুলাই)।
- একটা পেন্সিল দিয়ে গড়ে ৩৫ মাইল লম্বা দাগ টানা যায় ।
- জিরাফ তার ২১ ইঞ্চি লম্বা জিহ্বা দিয়ে নিজের কান পরিস্কার করতে পারে ।
- সংস্কৃত হলো ইউরোপীয় ভাষার জননী ।
- মাছেরা কিন্তু কথা বলে । কিছু কিছু মাছ দাত ঘসে শব্দ সৃষ্টির মাধ্যমে যোগাযোগ করে ।
- পৃথিবীর সবচাইতে ছোট পাখি হলো হামিংবার্ড (১ ওজ) ।
- দ্রুত গতির সাতারুরা ঘন্টায় প্রায় ৬ মাইল বেগে সাতার কাটতে পারে ।
- দ্রুত গতির দৌড়বিদরা ঘন্টায় প্রায় ৩০ কি.মি (১৮ মাইল) বেগে দৌড়াতে পারে । কিন্তু একটা চিতাবাঘ ঘন্টায় ৭৬ কি.মি বা ৪৬ মাইল বেগে দৌড়াতে পারে ।
- চিতাবাঘ কিন্তু সিংহের মতো গর্জন দেয় না, অনেকটা বিড়ালের মতোই ডাকে ।
- প্রজাপতির ইংরেজি আসল নাম ছিলো ফ্লুটারবাই(*), বাটারফ্লাই নয় ।
- চেইন বা জিপারের আসল আবিস্কর্তা ছিলেন এলিয়াস হাওয়ে(**), হুইটকম জাসন(***) নয় ।
- বাদুররা আসতানা ছেড়ে বাম দিকে উড়াল দেয় ।
- বই এর ইংরেজি শব্দ বুক এসেছে ল্যাটিন শব্দ লিবার(*) থেকে ।
- একসময় চাইনিজরা কাগজ বানাতে রেশমি সুতা ব্যবহার করত ।
- নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী । এর জিহ্বা একটা হাতির মতো লম্বা এবং এর হৃদযন্ত্র একটা গাড়ির সমান ।
- পানি ছাড়া ইদুর উটের তুলনায় বেশিক্ষন টিকতে সক্ষম ।
- আমরা যেসকল পোকাকে আলোর প্রতি আকৃষ্ট বলে মনে করি, প্রকৃতপক্ষে ব্যাপারটি তা নয়, এসব পোকা আসলে বাল্বের অন্ধকারতম জায়গাটির খোজ করতে থাকে ।
- বাদুর প্রায় ৯০০ ধরনের হয়ে থাকে, তাদের মধ্যে রক্তচোষা বাদুরের দাত সবচেয়ে কম ।
- ব্যাঙের সবচেয়ে বড় জাতটির নাম গোলিয়া(*) ।
- প্রায় শত বছর আগে চিনারা রকেট তৈরি করে , যা দেখতে তীরের মতো ।
- প্রথম চাকা তৈরি করে সুমেরীয়রা, ৩৪৫০ বি.সি ।
- প্রথম লেখার ও আবিস্কার করে সুমেরীয়রা ।
- পেন্সিলে রবার যোগ করার ধারণা আসে প্রথম জোসেফ রিচেনডর্ফার এর কাছ থেকে ।
- দাবা খেলাটি ভারতে আবিস্কৃত হয় ।
- চিঠিতে জিপ কোডের ব্যবহার আমেরিকার ডাকবিভাগের দ্বারা শুরম্ন হয় ১৯৬৩ সালে ।
- হাঙরের চামড়াকে একসময় সিরিশ কাগজ(*) হিসেবে ব্যবহার করা হতো ।
- শোয়ার ৫ মিনিটের মধ্যেই ঘুমানোর অর্থ হলো আপনার ঘুমের ঘাটতি আছে । ১০-১৫ মিনিট হলে অবশ্য তা ঠিক আছে ।
- পৃথিবীর ভূপৃষ্ঠের মাত্র ১১% (প্রায়) খাদ্য উৎপাদনে ব্যবহার হয় ।
- পৃথিবীর ৩% পানি বিশুদ্ধ, তারমধ্যে ২% পানি জমাট বরফরুপে আছে, বাকি ১% পানি আমরা ব্যবহার করে থাকি ।
- সবচাইতে বড় ফুল হলো রাফ্লেশিয়া আর্নল্ড(*), যা ৩ ফুটের মতো ও ১৫ পাউন্ড ওজনের হয় । দুর্লভ প্রজাতির এই ফুল ইন্দোনেশিয়াতে পাওয়া যায় ।
- উটের চোখের তিনটি পাতপ থাকে ।
- গোল্ডফিশের স্মৃতি ৩ সেকেন্ড পর্যনত থাকে ।
- উটপাখির চোখ তার মসিতস্কের চাইতে বড় ।
- একমাত্র হামিংবার্ড পেছন দিকে উড়তে পারে।
- বিশ্বে প্রায় ৯৫০০ প্রজাতির ঘাস আছে ।
- পৃথিবীর ভূপৃষ্ঠের আকার হলো ৫,২৫,০০,০০০ বর্গ মাইল ।
- প্রতি বছর আমেরিকাতে প্রায় ৭০০ এর মতো ঘূর্নিঝড় হয় ।
- পুটোর গড় তাপমাত্রা প্রায় -৩৯০ ডিগ্রি ফারেনহাইট ।
- একমাত্র ভেনাস বা শুক্রগ্রহই আমাদের সৌরজগতের গ্রহগুলোর উল্টো দিকে ঘোরে ।
- মঙ্গলগ্রহ বা মারস এর নামকরন রোমান যুদ্ধদেবতার নামে করা হয়, মার্চ মাসের নামও তার নামানুসারে করা ।
- পৃথিবী সেপ্টেম্বর মাসে মার্চ অপেক্ষা বেশি ঘোরে ।
- বরফ এলাকার ভালুকেরা এক বসায় প্রায় ৮৬ টির মতো পেঙ্গুইন খেয়ে ফেলতে পারে।
তথ্য -সূত্রঃ ইন্টারনেট
সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
জানার আছে অেনেক কিছু, জানার কোন শেষ নাই, তাই যেটুকু পাড়ি জেনে যাই
About the Author
Follow Me on Twitter [at] akashnill

Top Commenters
-
Akash Nill
· 2 posts -
AnySongBD Com
· 2 posts -
akashnill
· 1 post -
firstpickup lines
· 1 post -
Subhajit Kumar Adhikary
· 1 post -
Hoyto Mad
· 1 post -
uk acai berry
· 1 post -
mahbuba- Info
· 1 post -
potol
· 1 post -
আকাশনীল
· 1 post
Recent Comments
-
firstpickup lines
Checkout Night Clubs Pick Up Lines for Bar Girls and Boys in 2023
পৃথিবী বিখ্যাত সফল মানুষেরা সাপ্তাহিক ছুটির দিনটি কীভাবে কাটান? · 2 years ago
-
Hangup
Hey, Your blog is a very high-quality search. Thanks for sharing the information with us it was very informative. https://hangup.in
জেনে নিন ২০১৭ সাল আপনার জন্য কি সৌভাগ্য নিয়ে আসছে! · 2 years ago
-
Hoyto Mad
এত সুন্দর একটি পোষ্ট আমাদেরকে উপহার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জন্ম তারিখ অনুযায়ী রাশিফল ...
http://akashnill.blogspot.com/2012/01/blog-post_9640.html · 3 years ago
-
potol
Good article!!!
Forex Bangla -
mahbuba- Info
হাই, Online dating kurun & ভালবাসার খুজে যারা হতাস! তাদের জন্য এনেছি এই Site. Visit করুন আমদের site বাছেনিন আপনার মনের মত মানুষকে.- অনলাইন ডেটিং ধন্নবাদ...
http://akashnill.blogspot.com/2011/12/blog-post_2568.html · 8 years ago
-
zobayer
সিঙ্গাপুর থেকে আসার সময় যে ডেইটে টিকিট কেটে এসেছিলাম এখন তা ঠিক আছে কি না বা তারিখ পরিবর্তন করেছে কি না কি ভাবে দেখবো বা বুঝবো???
http://akashnill.blogspot.com/2012/03/blog-post_1938.html · 9 years ago
-
poriborotn
bangladeshi braking new @ http://www.poriborton.com/
নিউমারোলজি অনুসারে কেমন যাবে আপনার ২০১৬ সাল? - বলেছেন কাওসার আহমেদ চোউধুরী · 9 years ago
-
AnySongBD Com
2015-2016 04 my favorite web design / website please vote for design: 1: https://anymusicbd.com/ design By Imran 2: https://anymusicbd.ml design By Rakib 3: http://abir-group.net/ design By Abir 4:...
-
AnySongBD Com
2015-2016 04 my favorite web design / website please vote for design:
পৃথিবী বিখ্যাত সফল মানুষেরা সাপ্তাহিক ছুটির দিনটি কীভাবে কাটান? · 9 years ago
-
BD Web Care
He is an Idol. http://www.bdwebcare.com
মানব জীবন সারাংশ
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- গীতা সারাংশ
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল - ২০১২>>তুলা রাশি
- ফুল ফুটুক, না ফুটুক আজ বসন্ত, আজ বসন্ত দিন
- তুই কি আমার দুঃখ হবি?
- জেনে নিন ২০১৭ সাল আপনার জন্য কি সৌভাগ্য নিয়ে আসছে!
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- The Biggest Water Cube Ever Seen!
- প্রেম করে চিংড়িরাও!
Popular Posts Last 7 Days
- গীতা সারাংশ
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- চোখের পানির রহস্য
- প্রত্নতত্ত্ব!! নতুনকে খুঁজে ফিরে পুরনো ফসিলে
- Live a Stress-free Life: Tips
- কুকুরের চেয়ে কম্পিউটার বিশ্বস্ত!
- বাৎসরিক রাশিফল -২০১২>>কন্যা রাশি
- গান কমাবে ক্যান্সার রোগীদের ব্যথা
- হিজড়া সম্প্রদায় : প্রকৃতির পরিহাস, মানবতা যেখানে ভূলুন্ঠিত
- ঝিঁঝি পোকা কেন গরমকালে ডাকে ?
স্মরনীয় বাণী
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***