মঙ্গল
গ্রহ থেকে পৃথিবীতে পড়েছে এমন একটি উল্কাপিণ্ডকে শনাক্ত করেছেন গবেষকরা।
মরোক্কোয় পাওয়া সে উল্কাপিণ্ডের নমুনা দুর্লভ বলে গবেষকরা ঘোষণা দিয়েছেন।
খবর টেলিগ্রাফ অনলাইন-এর।২০১১ সালের জুলাই মাসে পৃথিবীর বায়ুমণ্ডলে দেখা যায় মঙ্গল থেকে ছুটে আসা পাথরটিকে। সেটি গিয়ে পড়েছিলো মরোক্কোয়। ডিসেম্বর মাসে উল্কার অংশবিশেষ খুঁজে পাওয়া যায়। এখন এ পাথরটির নমুনা বিক্রি হচ্ছে সোনার চেয়েও দশগুন বেশি দামে।
বেশি দামে কিনতে হলেও বিশেষজ্ঞরা বলছেন, ‘এটা বিনামূল্যের নমুনা কারণ এটি তো আর মঙ্গলে গিয়ে আনতে হয়নি।’
উল্লেখ্য, এখনও কোনো মহাকাশ মিশন মঙ্গল থেকে নমুনা আনতে পারেনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment