ঘটনার পর এক ঘণ্টারও বেশি সময় হোয়াইট হাউস বন্ধ করে দেওয়া হয়। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তদন্ত চলছে।
ঘটনার পরপরই হোয়াইট হাইসের বাইরে অবস্থানরত এক থেকে দেড় হাজার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র জর্জ ওজিলভি জানিয়েছেন, মিশেল ওবামার ৪৮তম জন্মদিন উপলক্ষে এ সময় প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি বন্ধুদের সঙ্গে হোয়াইট হাউসের বাইরে ছিলেন। জর্জ ওজিলভি আরও জানিয়েছেন, ওই ধূম্রবোমা অপসারণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। prothom-alo
0 comments:
Post a Comment