টাইমস অব ইন্ডিয়া জানায়, গুজরাটের জুনাগাধের কৃষকদের দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ রায় ঘোষণা করেন।
২০০৬ সালে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই) ওই এলাকার দুই লেনের মহাসড়কগুলোকে প্রশস্ত করে চার লেনে উন্নীত করার জন্য একটি পরিকল্পনা করে। তবে গত বছর বিভিন্ন কারণে এ পরিকল্পনা পরিবর্তন করা হয়। এ কারণে এনএইচএআই হিন্দি ভাষায় এক প্রজ্ঞাপন জারি করে। যা গুজরাটের কৃষকশ্রেণীর কাছে বোধগম্য ছিল না।
এ প্রজ্ঞাপনের কারণে অসুবিধায় পড়েন জুনাগাধ ও রাজকোটের কৃষকেরা। প্রজ্ঞাপনে কী বলা হয়েছে তাঁরা বুঝতে পারেননি।
জুনাগাধের সারাঘবাধা গ্রামের কৃষকেরা তাঁদের জমি দখল হয়ে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের শরণাপন্ন হন। তাঁরা অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থে এ পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট ৩(এ)৩-এর ধারা অনুযায়ী, আগের পরিকল্পনা পরিবর্তন করে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, তা গুজরাটি ভাষায় হওয়া উচিত ছিল। কিন্তু তা না করে প্রজ্ঞাপনটি হিন্দি ও ইংরেজি ভাষায় প্রকাশ করা হয়।
বিচারক ভি এম সহাই আদেশে বলেন, প্রজ্ঞাপনটি গুজরাটি ভাষায় প্রকাশ না করে এনএইচএআই ভুল করেছে। তিনি গত বছর জারি করা এই প্রজ্ঞাপনটি বাতিল করেন। তবে আদালত ওই প্রকল্পটি বাতিল করতে অস্বীকৃতি জানান।
আদালত তাঁর পর্যবেক্ষণে বলেন, জুনাগাধের জনগণ হিন্দি বুঝতে পারে না। ‘বাদীপক্ষ ওই এলাকায় গুজরাটি ভাষা ব্যবহার করে। কিন্তু প্রজ্ঞাপনে ব্যবহূত হিন্দি ভাষাটি তাদের জন্য বিদেশি। ওই এলাকার স্থানীয় ভাষা গুজরাটি, হিন্দি নয়। একইভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গুজরাটি ভাষায় শিক্ষা দেওয়া হয়।’ prothom-alo
0 comments:
Post a Comment