প্রথমবারের
মতো কোনো মিউজিক ভিডিওর শুটিং করা হচ্ছে মহাশূন্যে। আর এতে অভিনয় করতে
যাচ্ছেন রিদম অ্যান্ড ব্লুজ গায়িকা বিওন্সি নোলস ও তার স্বামী র্যাপশিল্পী
জে-জি। খবর পিটিআই-এর। ইতোমধ্যেই এ ব্যাপারে মিউজিক ভিডিও নির্মাতারা স্যার রিচার্ড ব্র্যানসনের মহাকাশযান ‘ভার্জিন গ্যালাক্টিক’-এর তত্ত্বাবধানকারীদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে মহাশূন্যে চিত্রায়িত প্রথম মিউজিক ভিডিওতে দেখা যাবে বিওন্সি ও জেজি’কে।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘অনেক তারকাই মহাশূন্যে মিউজিক ভিডিও তৈরির ব্যাপারে প্রচণ্ড আগ্রহী। সেক্ষেত্রে বিওন্সি ও জে-জি’কে ভাগ্যবানই বলতে হবে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment