গবেষকরা বলছেন, শিশুর নাম যেনো গুগল সার্চে দেখানো কোনো অপ্রীতিকর নামের সঙ্গে মিলে না যায় বা শিশুর নাম যেনো একেবারে সাধারণ নাম না হয়ে যায় সে বিষয়টি খেয়াল করেই শিশুদের নাম রাখছেন বাবা-মা।
‘দ্য বেবি নেম উইজার্ড’ নামের একটি বইয়ের লেখিকা লরা ওয়াটেনবার্গ নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ডিজিটাল বিশ্বে শিশুর ইউনিক একটা নাম পেতে বাবা-মায়ের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা তৈরি হয়েছে। আর নতুন দম্পতিদের বেলায় এ প্রচলনটা বেড়েছে সবচেয়ে বেশি।’
লরা জানিয়েছেন, এখন অনেক বাবা-মা তাদের শিশুর জন্য পছন্দসই নাম পেতে গুগলে সার্চ দিয়ে দেখেন। যদি মিলে যায় তারা হতাশ হন। যেমন কোনো শিশুর নাম যদি ‘কালিয়া’ রাখার সিদ্ধান্ত নেন বাবা-মা কিন্তু গুগল সার্চে দেখার পর তারা হয়তো ‘কালিয়া’ নামটি পরিবর্তন করে ‘ক্যালিয়া’ রাখছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment