সম্পূর্ণ অনুষ্ঠান প্রযোজনা, কাস্টিং, অনিল কাপুরের সম্মানি এবং সিরিজের জন্য ব্যয় সবই এই অর্থের মধ্যে ধরা হয়েছে। মূল সিরিজের আলোকেই ভারতীয় ‘টোয়েন্টিফোর’ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন অনিল। এ ব্যাপারে কালারস, সনিসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে তিনি আলোচনাও চালিয়ে যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত স্টার প্লাসের সঙ্গেই চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।
ভারতীয় ‘টোয়েন্টিফোর’ হবে পুরোপুরি গুপ্তচরবৃত্তি নির্ভর নাটক যা এর আগে কোনো ভারতীয় টিভি চ্যানেলে প্রচারিত হয়নি। মূল সিরিজে সন্ত্রাস বিষয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও, ভারতীয় সংস্করণে তা এড়িয়ে যাওয়া হবে।
সিরিজটির কেন্দ্রীয় চরিত্র অ্যান্টি টেরর স্কোয়াড লিডার জ্যাক বাউয়ের রূপে দেখা যাবে অনিল কাপুরকে। ১৯২ পর্বের সিরিজটি পরিচালনা করবেন ‘দিল্লী বেলি’খ্যাত বলিউডি চিত্রনির্মাতা অভিনাও দেও। প্রতিটি পর্বই বড় পর্দায় দেখার উপযোগী করে নির্মাণ করা হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment