সুদূর চীন দেশের এই ছবি আমাদের ক্ষণিকের জন্য হলেও নাড়া দেয় এবং পত্রপাঠ মনে করিয়ে দেয় আমাদের দেশের কথাও। গুটি গুটি পায়ে এ দেশেও এগিয়ে এসেছে শীত। ঝাঁকে ঝাঁকে সাইবেরিয়া থেকে উড়ে আসতে শুরু করেছে পাখিরা।
কিন্তু এসব অপরূপ শঙ্খচিল কিংবা বনহংসের সঙ্গে আমাদের সখ্য হবে না জানি।
আমাদের লোভী চোখ ওরা নিশ্চিত চিনে গেছে এত দিনে। দেশীয় আর অভিনব সব ফাঁদ নিয়ে ওত পেতে আছে চোরা শিকারির দল। এইসব পাখিরা তাই নিশ্চিত আমাদের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকবে। আর তাদের বড় একটি অংশ বরণ করবে সেই পরিণতি, যেমনটি ঘটেছিল ঠিক তাদের পূর্বপুরুষদের বেলায়। সদলবলে শিকারির ফাঁদে ধরা পড়বে তারা। আমৃত্য উল্টো হয়ে ঝুলবে ছিঁচকে পাখি বিক্রেতার হাতে। হ্যাঁ, মাথা নিচে, পা ওপরে। যতক্ষণ না তারা পৌঁছে যায় আরেক দল বিকৃত মানুষের পাকস্থলী অবধি!
— ইকবাল হোসাইন চৌধুরী
0 comments:
Post a Comment