গত মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশের হারাইয়া শহরে এ ঘটনা ঘটে। হারাইয়া শহর থেকে ভূমি রাজস্ব প্রশাসনের প্রধান সুভাষ মনি ত্রিপাঠী জানান, সাপুড়ে হাক্কুল এক টুকরো জমি চেয়ে তাঁদের অফিসে আবেদন করেছিলেন। তবে সাপ রাখার জন্য জমি বরাদ্দ দেওয়ার কোনো বিধান নেই।
ওই কর্মকর্তা বলেন, ‘হাক্কুল আমাদের কাছ থেকে কোনো লিখিত চিঠির অপেক্ষা না করে ভীতি সৃষ্টির জন্য মঙ্গলবার গোটা অফিসে সাপ ছেড়ে দেন। এ সময় সাপের ফোঁস ফোঁস শব্দে কর্মীদের কেউ কেউ তড়িঘড়ি চেয়ার-টেবিলের ওপরে উঠে পড়েন। তাঁরা সাপগুলো সরিয়ে নেওয়ার জন্য চিৎকার করতে থাকেন। এ সময় অফিস ভবনের বাইরে লোকজনের ভিড় জমে যায়। ওই ঘটনায় অবশ্য কেউ হতাহত হয়নি।’
পরে হাক্কুল সাংবাদিকদের জানান, ‘দুই বছর আগে সাপ রাখার জন্য আমাকে এক টুকরো জমি দেওয়ার অঙ্গীকার করেছিলেন একজন জেলা ম্যাজিস্ট্রেট।’ তিনি বলেন, ‘আমি সাপ সংরক্ষণ করতে সরকারের সহযোগিতা চেয়েছি। দীর্ঘ সময় আমি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছি। জমি না পেয়ে অফিসে সাপ ছেড়ে দেওয়া ছাড়া আমার কোনো বিকল্প ছিল না।’ ওয়েবসাইট।
0 comments:
Post a Comment