|
বুধবার রাত ১২টা ১ মিনিটে একাডেমী ভবন ও ভবন ঘিরে এ মোমবাতি জ্বালানো হয়।
প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান উদ্বোধন করে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার করে জাতি কিছুটা কলঙ্কমুক্ত হয়েছে।”
“যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি পুরোপুরি কলঙ্কমুক্ত হবে” মন্তব্য করে তিনি বলেন, “বর্তমান সরকারের মেয়াদেই যুদ্ধাপরাধীদের বিচার হবে।”
জনগণ সোচ্চার হলে যুদ্ধাপরাধ বিচার ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত কবি নির্মলেন্দু গুণ বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ জন এবং বিএনপির এক শীর্ষ নেতা আটক রয়েছেন। জিয়াউর রহমান আমলের এক মন্ত্রীও একই অভিযোগে আটক হলেও শর্তসাপেক্ষে তিনি জামিনে রয়েছেন।
আটকদের মধ্যে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক
0 comments:
Post a Comment