দুর্ঘটনাস্থল হবিগঞ্জের নবীগঞ্জ এলাকা। আর পারভীনের বাড়ি গাজীপুর সদরের বাহাদুরপুর।
মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় চার মাসের অন্তঃসত্ত্বা পারভীন (৩৪) ছাড়াও নিহত হয়েছেন তাঁর স্বামী এনামুল হক (৩৮), ছেলে পারভেজ (১৪), ফিয়াম (২) ও মেয়ে ইয়ামিন (১) এবং ভাতিজা জামিরুল (৩০)। এ ছাড়া দুর্ঘটনায় মাইক্রোবাসচালক নাজমুল হক (২২), পারভীনের বড় বোন জায়েদা (৪৫), নাতি মারিয়া (৮) ও সিয়াম (৩) গুরুতর আহত হয়েছে।
নিহত পারভীনের বড় ভাই রসুল উদ্দিন জানান, পারভীনের ছেলে পারভেজ স্থানীয় বাহাদুরপুর হাফিজিয়া মাদ্রাসায় পড়ত। পারভেজের পড়াশোনায় উন্নতির জন্য দোয়া চাইতে পারভীন তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে নিজ বাড়ি গাজীপুরের বাহাদুরপুর থেকে গতকাল ভোর তিনটার দিকে সিলেটের উদ্দেশে রওনা দেন। পরে নয়টার দিকে তাঁরা জানতে পারেন, সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ মহাসড়ক থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া সাংবাদিকদের জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় সিলেটগামী ওই মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৩- ৯০১৪) ও একটি তেলবাহী ট্যাংকার কাছাকাছি দূরত্বে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী মইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত অপর তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্ধুসভার মানববন্ধন: এদিকে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জন নিহত হওয়ার খবরে তা ৎ ক্ষণিকভাবে শহরে মানববন্ধন ও পথসভা করেছে হবিগঞ্জ প্রথম আলো বন্ধুসভা। এতে সড়ক দুর্ঘটনা রোধে পরিকল্পিত সড়কব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানানো হয়।
স্থানীয় এম সাইফুর রহমান পৌর মিলনায়তন ভবনের সামনে বেলা তিনটায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বন্ধুসভার সদস্য ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, সমাজসেবক জমির আলী, কবি শরদিন্দু ভট্টাচার্য, বন্ধুসভার সভাপতি লতিফ হোসেন প্রমুখ।
0 comments:
Post a Comment