জানা গেছে, নয় মাস প্রেমের সম্পর্কের পর এ বছরের ২০ আগস্টে যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় এক কোটি ডলার ব্যয়ে তাঁরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুধু তা-ই নয়, কিম কারদাশিয়ানের বিয়ের অনুষ্ঠান নিয়ে নির্মিত ‘কিমস ফেইরিটেল ওয়েডিং: অ্যা কারদাশিয়ান ইভেন্ট’ শিরোনামের দুই পর্বের একটি টিভি অনুষ্ঠানও ৩০ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছিল।
গত এক সপ্তাহ ধরে বিনোদন জগতের বাসিন্দাদের কাছে কিম ও হামপ্রিসের বিয়ে বিচ্ছেদের জোর গুজব শোনা যাচ্ছিল। অবশেষে কারদাশিয়ানের বিচ্ছেদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেটা সত্য বলে প্রমাণিত হলো।
জানা গেছে, হামপ্রিস ও কারদাশিয়ানের মতবিরোধের কারণে মূলত এই বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্স।
0 comments:
Post a Comment