দিনটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে। তবে উৎসব-উদ্যাপনকে ছাপিয়ে উঠে আসছে উদ্বেগ। দ্রুত বর্ধমান এই বিশাল জনসংখ্যার চাপ পৃথিবী কীভাবে সামাল দেবে—এ নিয়েই চিন্তিত অনেকে।
দিনটি উপলক্ষে জাম্বিয়া আয়োজন করে সংগীত প্রতিযোগিতার। ভিয়েতনামে অনুষ্ঠিত হয় ‘সেভেন বি: কাউন্টিং অন ইচ আদার’ শীর্ষক কনসার্ট। এই দিনের নবজাতকদের জন্য উপহারের ব্যবস্থা করে রুশ কর্তৃপক্ষ। আইভরি কোস্টে আয়োজন করা হয় কমেডি শো।
তবে ফিলিপাইনই প্রথম দাবি করে, ৭০০ কোটিতম শিশুটি জন্ম নিয়েছে তাদের দেশেই। ম্যানিলার হোসে ফ্যাবিলা মেমোরিয়াল হসপিটালে রোববার ঠিক মধ্যরাতে জন্ম নেওয়া কন্যাশিশুটির নাম রাখা হয়েছে ডানিকা মে কামাচো। তাকে ৭০০ কোটিতম শিশু ঘোষণা দেওয়ার পরপরই হাসপাতালে ভিড় জমান গণমাধ্যমকর্মীরা।
ডানিকার মা ক্যামেলি দালুরা মেয়েকে বুকের মধ্যে টেনে নিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, সে-ই বিশ্বের ৭০০ কোটিতম মানুষ।’
তবে শিশু অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল জানায়, ৭০০ কোটিতম শিশুটি জন্ম নিয়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি গ্রামে। স্থানীয় সময় সোমবার সকাল সাতটা ২৫ মিনিটে জন্ম নেওয়া এ শিশুটিও মেয়ে। তার নাম রাখা হয়েছে নার্গিস।
প্ল্যান ইন্টারন্যাশনাল জানায়, নার্গিসকে ৭০০ কোটিতম শিশু হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রতীকীভাবে। কেননা জাতিসংঘের হিসাবমতে, পৃথিবীতে প্রতি সেকেন্ডে জন্ম নিচ্ছে দুটির বেশি শিশু। এ জন্য একেবারে ঠিকঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয়, কে আসলে ৭০০ কোটিতম।
শুধু ভারতেই প্রতি মিনিটে জন্ম নিচ্ছে ৫১টি শিশু। এর মধ্যে ১১টিই জন্ম নেয় সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে।
প্ল্যান ইন্টারন্যাশনাল জানায়, নার্গিসের বাবার নাম অজয় এবং মা বিনিতা। অজয় একজন দরিদ্র কৃষক। ভারতে এমন দরিদ্র পরিবারে প্রতিবছর লাখ লাখ মেয়েশিশুর ভ্রূণ হত্যা করা হয়। এ বিষয়টিতে সচেতনতা সৃষ্টির জন্যই নার্গিসকে ৭০০ কোটিতম শিশু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
দিনটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি মুন জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকট ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের সব দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বান কি মুন বলেন, ‘অনেকে বলছেন, আমাদের পৃথিবীটা জনবহুল হয়ে পড়েছে। কিন্তু আমি মনে করি, আমরা এখন ৭০০ কোটির একটি শক্তিশালী সম্প্রদায়। পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ওপর ভিত্তি করে যদি আমরা আমাদের সমাজ গড়তে পারি, কেবল তাহলেই সবার মঙ্গলের জন্য আমরা এই শক্তি কাজে লাগাতে সক্ষম হব।’ এএফপি, বিবিসি ও পিটিআই।
0 comments:
Post a Comment