যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল ইকুইপমেন্ট কোম্পানি স্ট্রোমা মেডিক্যাল-এর চিকিৎসক ড. গ্রেগ হোমার জানিয়েছেন, লেজার চিকিৎসায় চোখের রং বদলে ফেলা সম্ভব। এ চিকিৎসা পদ্ধতিটির তিনি নাম দিয়েছেন ‘লুমিনাইজ’। লুমিনাইজ পদ্ধতিতে চোখের রং পরিবর্তন রঙিন কন্ট্যাক্ট লেন্সের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে বলেও ড. হোমার জানিয়েছেন।
লুমিনাইজ পদ্ধতিতে, লেজার ব্যবহার করে মেলানিন নামের চোখের আইরিশের ওপরের অংশের বাদামী পিগমেন্টগুলো সরিয়ে ফেলা হয়। ফলে নীল রং এসে এ জায়গাগুলো দখল করে নেয়। ২ থেকে তিন সপ্তাহ ধরে ২০ সেকেন্ডের এ চিকিৎসা নিলে চোখের রং নীল হয়ে যাবে।
ড. হোমার জানিয়েছেন, এ পদ্ধতিতে চোখের রং চিরস্থায়ী নীল হয়ে যায় তাই আবার বাদামী রংয়ের চোখে ফেরা সম্ভব নয়।
পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা মেলে বাদামী রংয়ের চোখওয়ালা মানুষের। এর কারণ হচ্ছে চোখের সামনে থাকা বাদামী রংয়ের পিগমেন্টগুলো। অবশ্য, নীল চোখেও মেলানিন পিগমেন্ট থাকে। তবে, সে পিগমেন্টগুলো চোখের সামনে না থেকে আইরিশের পেছনে জমা হয়। ফলে নীল রংয়ের চোখ বেশি তরঙ্গদৈর্ঘের আলো শোষণ করতে পারে এবং কম তরঙ্গদৈর্ঘের আলোর প্রতিফলন ঘটায়।
ড. হোমার জানিয়েছেন, কসমেটিক অপারেশনের এ পদ্ধতিটি এখনো পরীক্ষা পর্যায়ে রয়েছে। আগামী দেড় বছরের মধ্যেই এ পদ্ধতি অন্যান্য দেশেও ব্যবহার শুরু হবে। এ সার্জারি করাতে ৩ হাজার পাউন্ড খরচ পড়তে পারে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment