গতকাল শুক্রবার প্রথম আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘা বন্ধুসভার বন্ধুরা দিনভর খেটে ইনছারের বাড়িতে একটা টিনের ঘর বানিয়ে দিয়েছেন। এই আনন্দে ইনছার আলীর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। তিনি বললেন, ‘২৫ বছর পর আজ আমি ঘরের ভেতর ঘুমাব।’ ইনছারের (৬২) বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার পালপাড়া মহল্লায়।
ইনছার নারকেলগাছ পরিষ্কার করতেন। তিন বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পান। এর পর থেকে সরকারের দেওয়া মুক্তিযোদ্ধা ভাতা ও ঝিয়ের কাজ করে স্ত্রী যা আয় করেন, তা-ই দিয়ে তাঁদের সংসার চলে।
0 comments:
Post a Comment