বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, বিদেশি পর্যটক ও তাঁদের নেপালি গাইডরা গত পাঁচ দিন ধরে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের পার্শ্ববর্তী এলাকায় আটকা পড়েছেন। এ কারণে হোটেলগুলোতে অতিরিক্ত ভিড় দেখা যাচ্ছে। অতিরিক্ত গ্রাহকের খাবার জোগাড় দিতে হোটেলগুলোও হিমশিম খাচ্ছে।
সোলুখুম্বু জেলা থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছে, চাপ সামাল দিতে গিয়ে অনেক হোটেল তাদের খাবার ঘরেও পর্যটকদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে।
বিমান পথে বিভিন্ন অঞ্চল থেকে এভারেস্টের পার্শ্ববর্তী এলাকায় যাতায়াতের পথ লুকলায় অবস্থিত তেনজিং-হিলারি বিমানবন্দরটি। খারাপ আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ বিমান চলাচল বন্ধ রেখেছে। এ অবস্থা আরও কিছুদিন থাকতে পারে বলে বিমানবন্দরের কর্মকর্তারা মনে করছেন।
গত বছরও খারাপ আবহাওয়ার কারণে পর্যটকেরা ১৫ দিন এভারেস্টের আশপাশের এলাকায় আটকা পড়ে ছিলেন। এতে খাবার সংকট দেখা দেয়।
প্রতিবছর এই সময়ে এভারেস্ট এলাকায় হাজার হাজার পর্যটক আসেন। সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টসহ বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি শৃঙ্গের আটটিই নেপালে অবস্থিত।
0 comments:
Post a Comment