নাক
ডাকা বন্ধ করতে পারে এমনই একটি বালিশ তৈরি করেছেন জাপানের গবেষকরা। ভালুক
আকৃতির এ বালিশটি সাধারণ বালিশের চেয়ে আলাদা। কারণ, বালিশটি একটি রোবট। খবর
সিএনএন-এর।টোকিওতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রোবট এক্সিবিশনে ‘ডিপ স্লিপ’ নামের এ রোবটটি দেখানো হয়েছে।
ঘুমের ঘোরে যখন কেউ নাক ডাকবে তখন এ রোবট বালিশটির দুটো হাত তার মাথায় এপাশ ওপাশ করিয়ে দেবে ফলে নাক ডাকা বন্ধ হয়ে যাবে। এ ডিভাইসটিতে রয়েছে নাক ডাকার স্তর পরিমাপ করার প্রযুক্তি।
নরম তুলার এ রোবট বালিশটির উদ্ভাবক ওয়াসেইডা ইউনিভার্সিটির গবেষকরা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment