প্রেমিকা
ছেড়ে চলে যাবার পর বিয়ের আংটি বেচে একটি আর্মার স্যুট তৈরি করিয়ে নিয়েছেন
যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। মাস্টার চিফ বা হ্যালো নামের বিশালাকার এ স্যুট
পরেই মনের দুঃখ ভোলাতে রাস্তায় ঘুরেছেন তিনি। তার তাতে ভালোই সাড়াও
পেয়েছেন। খবর সিনেট-এর।স্মিথ নামের ব্যক্তিটি তার প্রেমিকার জন্য একটি আংটি কিনেছিলেন। কিন্তু পরে তার প্রেমিকা তাকে জানিয়ে দেয় তার জীবনে অন্য কোনো পুরুষ এসেছে। মানসিক কষ্টের মধ্যে পড়ে স্মিথ ঠিক করতে পারছিলেন না কি করবেন। তবে, শেষতক তিনি ই-বেতে বিক্রয় করে দেন সাধের আংটি। এ অর্থ দিয়ে তৈরি করিয়ে নেন হ্যালো স্যুট নামের বিশালাকার এক আর্মার স্যুট।
৪০ পাউন্ড ওজনের এ স্যুটটি তৈরি করে নিজেকে আর্মার্ড ম্যান হিসেবেই দুঃখ ভোলাতে চেয়েছেন তিনি।
স্মিথের ভাষ্য, মানসিক কষ্ট দূর করতে প্রযুক্তি তাকে সাহায্য করেছে। আর প্রযুক্তির মধ্যে ডুবে গিয়েই নিজের নিরাপত্তা খুঁজে নিতে পেরেছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment