
‘গ্যাস টু ইলেকট্রিসিটি’ নামের ওই প্রকল্পের সাহায্যে আবর্জনার স্তূপ থেকে সংগ্রহ করা হয় মিথেন গ্যাস। এরপর ওই গ্যাসকে রূপান্তর করা হয় বিদ্যুত্ শক্তিতে। এ বিদ্যুত্ পূরণ করছে ডারবানের স্থানীয় বাসিন্দাদের চাহিদা। এ প্রকল্প বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশের উপকার করছে। আবর্জনার গ্যাসকে বিদ্যুত্ উত্পাদনে ব্যবহার করায় আবর্জনা বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে না। সাহায্য করছে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে। পাশাপাশি সৃষ্টি করেছে বহু লোকের কর্মসংস্থান। রয়টার্স।