নির্মাতা প্রতিষ্ঠানের দাবী, ইউএসবি ‘কটন ক্যান্ডি’ হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম কম্পিউটারগুলোর অন্যতম। এ ইউএসবি ডিভাইসটি কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনে কম্পিউটিং সুবিধা যোগ করতে পারে। টার্মিনাল সংযোগ হিসেবে বিভিন্ন ডিভাইসে ইউএসবি’র অপারেটিং সিস্টেম, ক্লাউড সার্ভিস এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনও চালু করবে। এ ছাড়াও এটি টেলিভিশন, সেট টপ বক্স এবং গেম কনসোল হিসেবেও ব্যবহার করা যাবে।
‘কটন ক্যান্ডি’ ডিভাইসটি তৈরি করেছে নরওয়ের এফএক্সআই টেকনোলজিস।
এফএক্সআই টেকনোলজিস-এর সিইও বোর্গার লোসল্যান্ড জানিয়েছেন, ‘আমরা বিশাল প্রযুক্তিকে ক্ষুদ্র ডিভাইসে নামিয়ে এনেছি।’
কটন ক্যান্ডির ফিচার হিসেবে রয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ১.২ গিগাহার্টজ এআরএম প্রসেসর, কোয়াড কোর এরআএম মালি গ্রাফিক্স সেট, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এইচডিএমআই আউটপুট। হাই ডেফিনেশন ভিডিও দেখা যাবে এ কম্পিউটারে।
কটন ক্যান্ডি কম্পিউটারের দাম পড়বে ২ হাজার ২০০ ডলার। আগামী বছরের মাঝামাঝি এ ডিভাইসটি বাজারে চলে আসবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment