ডেইলি মেইলের খবরে বলা হয়, ইন্টারনেট এখন অনেকের কাছেই আসক্তির মতো। যদি তারা কোনো কারণে নিজেদের ই-মেইল বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ঢুঁ মারতে না পারে তাহলে তারা যেন রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা একে বলছেন ই-অ্যাংজাইটি। আর এ ধরনের উদ্বেগে ভোগা মানুষের সংখ্যা বেড়েই চলেছে। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এ সংখ্যা এখন প্রায় ৫১ শতাংশ।
জরিপে দেখা যায়, পুরুষদের একটা বড় অংশই দিনের বেশির ভাগ সময় অনলাইনে কাটান। এতে দেখা যায়, প্রতি চারজনে একজন পুরুষ ছয় ঘণ্টা বা তার বেশি সময় ইন্টারনেটের পেছনে ব্যয় করে। অন্যদিকে প্রতি পাঁচজনে একজন নারী একই সময় ধরে ইন্টারনেট ব্যবহার করে।
জরিপে আরও দেখা যায়, প্রতি তিনজনে একজন তার কাজের বাইরে দিনে ছয়বার ব্যক্তিগত ই-মেইল চেক করে। আর প্রতি ২০ জনে একজন অন্ততপক্ষে ২০ বার তার ইনবক্স ঘাঁটাঘাঁটি করে। অর্থাত্ প্রতি ৪৫ মিনিটে তারা একবার হলেও ই-মেইলে সর্বশেষ বার্তা খোঁজে। একইভাবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও প্রতি সাতজনে একজন দিনে অন্তত ছয়বার ঢুঁ মারে।
0 comments:
Post a Comment