নতুন ওই গবেষণায় দেখা যায়, ১০ বছর ধরে বড়ি সেবন করছেন এমন প্রতি এক লাখ নারীর মধ্যে ৫০ জনেরও বেশি স্তন ক্যানসারে আর ১২ জনেরও কম নারী জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
ইউনিভার্সিটি অব নিউক্যাসেলের নর্দান ইনস্টিটিউট ফর ক্যানসার রিসার্চের গবেষক ড. রিচার্ড এডমনসন বলেন, নারীরা জেনে খুশি হবেন যে জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবনে কেবল গর্ভ-নিরোধই হয় না, এটি জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমিয়ে দেয়।
‘ইউরোপিয়ান প্রোসপেকটিভ ইনভেস্টিগেশন অব ক্যানসার’ নামে ওই গবেষণা চলাকালে তিন লাখেরও বেশি নারীর ওপর জরিপ চালানো হয়। গবেষকেরা বলেন, এক বছর ধরে বা তারও কম সময় ধরে যাঁরা গর্ভ-নিরোধ বড়ি সেবন করছেন, তাঁদের চেয়ে ১০ বছর ধরে যাঁরা বড়ি সেবন করছেন তাঁদের জরায়ু ক্যানসারের ঝুঁকি অর্ধেক।
জরিপকালে দেখা যায়, এক বছর বা তার চেয়ে কম সময় ধরে যারা গর্ভ-নিরোধ বড়ি খাচ্ছেন এমন প্রতি এক লাখ নারীর মধ্যে ২৮ জন জরায়ু ক্যানসারে আক্রান্ত হন। অন্যদিকে যাঁরা অন্তত ১০ বছর ধরে এই বড়ি সেবন করছেন তাঁদের মাত্র ১৫ জন এতে আক্রান্ত হয়েছেন। যেসব নারী কোনো দিনই গর্ভধারণ করেননি তাঁদের মধ্যে এই হার ৩৪ জন। আর যাঁরা অন্তত একবার অন্তঃসত্ত্বা হয়েছেন তাঁদের মধ্যে ২৪ জন এই ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গবেষণায় বলা হয়, বেশি সন্তানের মায়ের চেয়ে এক সন্তানের মায়ের জরায়ু ক্যানসার হওয়ার ঝুঁকি অনেক কম।
যুক্তরাজ্যে প্রতিবছর সাড়ে ছয় হাজারের বেশি নারী জরায়ু ক্যানসারে আক্রান্ত হন।
যুক্তরাজ্যের ক্যানসার রিসার্চের নোয়ামি অ্যালেন বলেন, জরায়ু ক্যানসার থেকে বাঁচতে হলে প্রতিষেধক গ্রহণ করাই উত্তম। protohm-alo
0 comments:
Post a Comment