পরিত্যক্ত প্লাস্টিক বোতল দিয়ে এই বাড়ি তৈরির কাজ চলছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা শহরে। বাসযোগ্য ব্যতিক্রমী এই বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে কাদুনাভিত্তিক বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ফর রিনিউয়েবল এনার্জিস (ডিএআরই)। এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে লন্ডনভিত্তিক বেসরকারি সংস্থা আফ্রিকা কমিউনিটি ট্রাস্টের বিশেষজ্ঞরা। গত জুনে শুরু হয়েছে প্রকল্পটি।
কাদুনা শহরের সাবোন ইয়েলওয়া গ্রামে এখন ওই বাড়ি নির্মাণের কাজ চলছে। নাইজেরিয়ায় রাস্তাঘাট, খালবিল আর বিভিন্ন গর্তে দেদার ছড়িয়ে ছিটিয়ে থাকে ফেলে দেওয়া পাস্টিকের পানির বোতল। ডিএআরআইয়ের কর্মকর্তারা ভাবেন, এসব বোতল কুড়িয়ে নিয়ে তা যদি বাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা যায়, তাহলে একদিকে যেমন জঞ্জাল দূর হবে, তেমন জনবহুল দেশটিতে বাসভবন সংকটেরও সমাধান হবে।
প্রকল্প-উদ্যোক্তা ক্রিস্টোফার ভ্যাসিলিউ বলেন, ‘আফ্রিকায় এটিই প্রথম বোতলে তৈরি বাড়ি। এটি একদিকে যেমন দেশের মারাত্মকভাবে দূষিত পরিবেশে ইতিবাচক ফল বয়ে আনবে, অন্যদিকে বাড়ির বিপুল চাহিদা মেটাবে। আর এই বাড়ি দেখতেও সুন্দর হবে।
দুটি শয়নকক্ষের বাংলো ধাঁচের এই বাড়িতে বসে অন্য দশটি সাধারণ বাড়ির মতোই মনে হবে। এর আয়তন হবে ৫৮ বর্গমিটার। তবে অন্য সব বাড়ির সঙ্গে অনেক দিক দিয়েই এর অমিল পাওয়া যাবে। মুখ আটকানো বালু ভরা বোতল হচ্ছে এই বাড়ির মূল উপকরণ। বালুভর্তি একেকটি বোতলের ওজন প্রায় তিন কিলোগ্রাম। কাদা ও সিমেন্ট দিয়ে পর পর বোতলগুলো আটকে বাড়িটি তৈরি হচ্ছে। বোতলগুলোর গলা পরস্পর মজবুত করে বাঁধা থাকায় তা দেয়ালের জন্য বাড়তি শক্তি জোগাবে।
প্রকল্পের সমন্বয়ক ইয়াহাইয়া আহমেদ বলেন, বাড়িটি শেষ হওয়ার পর যে কাঠামো দাঁড়াবে, তা হবে আগুন ও বুলেটরোধী। এমনকি ভূমিকম্পের আঘাত ঠেকাতেও এটি কাজ দেবে। এএফপি। প্রথম আলো
0 comments:
Post a Comment