আন্তর্জাতিক গবেষকদের একটি দল পৃথিবীতে অক্সিজেনের বয়স নির্ধারণ করেছেন। গবেষকরা জানিয়েছেন, পৃথিবীতে অক্সিজেন আছে গত ২৪৮ কোটি বছর যাবৎ। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।অস্ট্রেলিয়ার পিলবারা পাথরের নমুণা পরীক্ষা করে গবেষকরা অক্সিজেনের বয়স নির্ণয় করেছেন। গবেষকরা জানিয়েছেন, বায়ুমণ্ডলে অক্সিজেনের আর্বিভাব ঘটেছিলো ২৪৮ কোটি বছর আগেই। আর এই অক্সিজেন তৈরি হয়েছিলো পাথরে জন্ম নেয়া ব্যাকটেরিয়ার দ্বারাই।
পাথরের ক্রোমিয়াম আইসোটোপ পরীক্ষা করে অক্সিজেনের উৎপত্তি বিষয়ে এ তথ্য পেয়েছেন তারা।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘নেচার’ সাময়িকীতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/



0 comments:
Post a Comment