কেবল সজাগ অবস্থা নয়, সম্প্রতি বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের মধ্যেই বন্ধুকে এসএমএস পাঠানোর প্রবণতা বেড়ে গেছে। ‘স্লিপ-টেক্সটিং’ বা ঘুমের মধ্যেই মেসেজ পাঠায় তরুণরাই সবচেয়ে বেশি। আর স্মার্টফোন বা আধুনিক প্রযুক্তির ওপর অতিনির্ভরশীলতাই এর কারণ। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।আমেরিকান অ্যাকাডেমি অফ স্লিপ মেডিসিন-এর বিশেষজ্ঞ ড. রন ক্রেমার জানিয়েছেন, তরুণ প্রজন্মের মধ্যে ঘুমের মধ্যে মেসেজ পাঠানোর এ বিষয়টি সম্ভবত ঘুমের মধ্যে গাড়ি চালানোর মতোই।
বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অফ লিউভেন-এর গবেষক জন ভ্যান ড্যান বাল্ক জানিয়েছেন, মোবাইল ফোন তরুণ প্রজন্মের আঙ্গুলের এক্সটেনশন হয়ে দাঁড়িয়েছে। টাইপিস্ট যেমন টাইপ করার সময় আঙ্গুল চালাতে থাকে সেভাবে তরুণরাও ঘুমের মধ্যেই মোবাইল কিপ্যাডে আঙ্গুল চালিয়ে মেসেজ টাইপ করতে থাকে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment