
এই অনুমোদন অনুসারে পর্যায় সারণীর ১১০, ১১১ এবং ১১২ তম মৌলের নাম হবে ডার্মস্টেডিয়াম, রনজেনিয়াম এবং কপারনেসিয়াম। এর সংকেত হবে উং, জম এবং ঈহ। বিজ্ঞানী কোপারনিকাস, রনজেন এবং শহর ডার্মস্টাড-এর নামানুসারে এ তিনটি মৌলের স্থায়ী নাম দিলেন গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, এ তিনটি মৌল এতোই ভারী এবং ক্ষণস্থায়ী যে, এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না বরং পরীক্ষাগারেই তৈরি করতে হয়। এমনকি কৃত্রিমভাবে তৈরি করলেও এ মৌলগুলোর অস্তিত্ব এতো কম সময় থাকে যে তাতে পরীক্ষা করার সময়ও পাননা গবেষকরা। গবেষকরা তাই এ মৌলগুলোকে ‘সুপারহেভী’ বা ‘ট্রান্সইউরেনিয়াম’ মৌল বলছেন।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি (আইইউপিএসি) এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স’ (আইইউপিএপি)-এর সদস্যরা মিলে নতুন নামগুলোর প্রস্তাব করেছিলেন।
স্থায়ী নামকরণের পূর্বে এ তিনটি মৌলের অস্থায়ী নাম ছিলো আনআনবিয়াম, আনআননিয়াম, আনআননিলিয়াম।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/