পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল-এর সবচেয়ে ভারী তিনটি নতুন মৌলের নাম অনুমোদন করেছেন বিজ্ঞানীরা। ‘জেনারেল অ্যাসেম্বলি অফ দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স’-এর গবেষকরা ৪ নভেম্বর পর্যায় সারণীতে তিনটি মৌলের নাম অনুমোদন দিয়েছেন।
এই অনুমোদন অনুসারে পর্যায় সারণীর ১১০, ১১১ এবং ১১২ তম মৌলের নাম হবে ডার্মস্টেডিয়াম, রনজেনিয়াম এবং কপারনেসিয়াম। এর সংকেত হবে উং, জম এবং ঈহ। বিজ্ঞানী কোপারনিকাস, রনজেন এবং শহর ডার্মস্টাড-এর নামানুসারে এ তিনটি মৌলের স্থায়ী নাম দিলেন গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, এ তিনটি মৌল এতোই ভারী এবং ক্ষণস্থায়ী যে, এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না বরং পরীক্ষাগারেই তৈরি করতে হয়। এমনকি কৃত্রিমভাবে তৈরি করলেও এ মৌলগুলোর অস্তিত্ব এতো কম সময় থাকে যে তাতে পরীক্ষা করার সময়ও পাননা গবেষকরা। গবেষকরা তাই এ মৌলগুলোকে ‘সুপারহেভী’ বা ‘ট্রান্সইউরেনিয়াম’ মৌল বলছেন।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি (আইইউপিএসি) এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স’ (আইইউপিএপি)-এর সদস্যরা মিলে নতুন নামগুলোর প্রস্তাব করেছিলেন।
স্থায়ী নামকরণের পূর্বে এ তিনটি মৌলের অস্থায়ী নাম ছিলো আনআনবিয়াম, আনআননিয়াম, আনআননিলিয়াম।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment