সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে মাটির একশ' মিটার নিচে ২৭ কিলোমিটারের বৃত্তাকার সুড়ঙ্গে স্থাপিত 'লার্জ হাড্রন কোলাইডার' এর আধুনিকায়ন উপলক্ষে ১৬ নভেম্বর গবেষকরা একটি প্রোগ্রাম চালু করেছে।
সার্নের গবেষকরা জানিয়েছেন, এলএইচসি’র আপগ্রেড প্রক্রিয়ায় ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং জাপানের গবেষকরা কাজ করছেন।
উল্লেখ্য, গড পার্টিকেল বা ‘ঈশ্বর কণা’ খোঁজ করার লক্ষ্যে সার্ন-এর গবেষকরা লার্জ হাড্রন কোলাইডারে মিনি বিগ ব্যাং ঘটিয়েছিলেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment