কাঁচ তৈরির উপাদানটিকে এনইজিসি কর্তৃপক্ষ নাম দিয়েছে ‘ইনভিজিবল গ্লাস’ যার অর্থ দাঁড়ায় অদৃশ্য কাঁচ। ইয়োকোহোমায় অনুষ্ঠিত ‘এফপিডি ইন্টারন্যাশনাল ২০১১’ নামের প্রদর্শনীতে এ কাঁচের উপাদানটি দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
এনইজিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কাঁচ তৈরির এ উপাদানটি কাঁচের প্রতিফলন কমিয়ে দেয় যাতে কাঁচটি অদৃশ্য দেখায়। সাধারণ কাঁচের মধ্যে দিয়ে শতকরা ৯২ ভাগ আলো চলে যায়, বাকি ৮ ভাগের প্রতিফলন ঘটে। কিন্তু নিপ্পন কর্তৃপক্ষের দাবী, তাদের তৈরি অদৃশ্য কাঁচের মধ্যে দিয়ে ৯৯.৫ শতাংশ আলোই চলে যেতে পারে। এ প্রযুক্তিতে কাঁচের উভয়পাশেই ৩০ টি স্তরের অ্যান্টি-রিফ্লেকশন ফিল্ম ব্যবহৃত হয়েছে বলেই জানা গেছে। এ ফিল্মগুলো ন্যানোমিটার স্কেলের।
বিশ্লেষকরা বলছেন, এনইজিসি’র এ উদ্ভাবন অ্যামোলিড স্ক্রিন প্রযুক্তিতে কাজে লাগবে। এ অদৃশ্য কাঁচ কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে এখনও জানায়নি এনইজিসি কর্তৃপক্ষ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment