প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত সাতটি স্থান হলো (বর্ণানুক্রমিক) আমাজন (দক্ষিণ আমেরিকা), হ্যালং বে (ভিয়েতনাম), ইগুয়াজু জলপ্রপাত (আর্জোন্টিনা ও ব্রাজিল), জেজু দ্বীপ (দক্ষিণ কোরিয়া), কোমোডো জাতীয় উদ্যান (ইন্দোনেশিয়া), পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী (ফিলিপাইনস) এবং টেবিল মাউন্টেন (দক্ষিণ আফ্রিকা)।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের জুরিখে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে প্রাথমিক ফলাফল ঘোষণা করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বার্নার্ড ওয়েবার। এ সময় জানানো হয়, গতকাল পর্যন্ত বিভিন্ন মাধ্যমে পাওয়া ভোট একবার গণনা করে এই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। কোনো ভোটই এখনো যাচাই-বাছাই করা হয়নি। কয়েক দিনের মধ্যেই ভোট নিরীক্ষা শুরু হবে। ভোট নিরীক্ষা শেষ হলে আগামী বছরের শুরুতে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
২০০৭ সালের ৭ জুলাই প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়া শুরু করে সুইজারল্যান্ডের নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন। প্রাথমিক মনোনয়ন পাওয়া ২২০টি দেশের ৪৪০টি স্থানের মধ্য থেকে ভোটের মাধ্যমে ২০০৯ সালের ৯ জুলাই ৭৭টি স্থানকে নির্বাচন করা হয়। এ তালিকায় সুন্দরবনের পাশাপাশি বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতও ছিল। এই ৭৭টি স্থানের মধ্য থেকে বিচারকদের রায়ে ২১ জুলাই চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় সুন্দরবনসহ ২৮টি স্থান। দীর্ঘ আড়াই বছরের ভোটাভুটি শেষে গতকাল রাতে পাওয়া গেল বিজয়ী সাতটি স্থানের প্রাথমিক তালিকা।
0 comments:
Post a Comment