গবেষকরা সম্প্রতি সাবধান করে দিয়েছেন যে, বহুদিন ধরে যদি কেউ অল্প করেও এভাবে প্যারাসিটামল খায় তবে তার জীবন হুমকির মুখে পড়তে পারে। যকৃত যেসব কারণে সারানোর অযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে এখন প্রধান কারণ হলো এভাবে সময় অসময়ে দু একটা করে প্যারাসিটামল খাওয়া। বলছেন গবেষকরা।
বৃটিশ জার্নাল অব ফার্মাকোলজি’তে প্রকাশিত গবেষণা নিবন্ধে সম্প্রতি একটি গবেষকদল বলছেন, প্যারাসিটামল এর কারনে সৃষ্ট পার্শ্বপ্রতিক্রিয়া ও যকৃত ক্ষতিগ্রস্ত হবার লক্ষণ গুলো অধিকাংশ সময়ই এমনকি ডাক্তারের নজরও এড়িয়ে যায়।
কারণ একসাথে অনেক প্যারাসিটামল খেলে রক্ত পরীক্ষায় যে ধরণের স্পষ্ট চিহ্ন দেখা যায়, বহুদিন ধরে যারা সামান্য পরিমানে খান এই ঔষধ, তাদের রক্তে সেভাবে স্পষ্টভাবে চিহ্ন দেখা যায় না। ফলে এমনকি ডাক্তারের চোখের আড়ালেই ক্ষতির পরিমান এ ক্ষেত্রে বেশি, কম নয়।
স্কটিশ ইউনিভার্সিটি হাসপাতালের যকৃত প্রতিস্থাপন বিভাবের একটি গবেষণায় ড. কেনিথ সিম্পসন দেখিয়েছেন যে বহুদিন ধরে প্যারাসিটামল খানেওয়ালাদের যকৃত ও মস্তিষ্কের ক্ষতি হবার হার খুবই বেশি।
বার্তা২৪ ডটনেট/এমএ
0 comments:
Post a Comment