গবেষকরা বলছেন, Crassicorophium bonellii নামের চিংড়ি সিল্ক বুনতে পারে। চিংড়ির তৈরি তন্তুতে থাকে সমুদ্রতলের পাথুরে সিমেন্ট জৈবের সঙ্গে চিংড়ির বুননশৈলী।
চিংড়ি যে সিল্ক তৈরি করে তাকে বলা হয় ‘গ্রোসামার থ্রেড’। এ সিল্ক আঠালো এবং লবণ-পানি প্রতিরোধী।
গবেষকরা চিংড়ির সিল্ক তৈরির এ প্রক্রিয়াকে বলছেন, ‘জটিল উপাদান ব্যবহার করে প্রাকৃতিক নির্মাণশৈলী।’
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘নেচারওয়াইসেন্সশাফটেন’ সাময়িকীতে।
চিংড়ি নিজের বাড়ি তৈরিতে এ সিল্ক কাজে লাগায় বলেই গবেষকরা জানিয়েছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment