৩৮ বছর বয়সী ভারতীয় ব্যবসায়ী বিশালের বাড়ি উত্তর প্রদেশ রাজ্যের লক্ষৌতে। নিজ বাড়ির দেয়ালে দেয়ালে শাহরুখের ছবি দিয়ে ভরিয়ে ফেলেছেন। বিয়ের পর তিনি মধুচন্দ্রিমা যাপন করেছেন মুম্বাইয়ে, শাহরুখ খানের বাড়ির বাইরে। ওই সময় শাহরুখকে একনজর দেখার জন্য তিনি ঘণ্টার পর ঘণ্টা অধীর হয়ে অপেক্ষা করেছেন।
হোমিওপ্যাথিক ওষুধের ব্যবসায়ী বিশাল সিং সাংবাদিকদের বলেন, ‘শাহরুখ খান খুশি হবেন—এমন সবকিছু করতে রাজি আমি।’
বিশাল সিংয়ের বাড়ি এখন শাহরুখের ছবিতে সয়লাব। ঘরের ভেতর ছাদের পুরো অংশজুড়ে রয়েছে শাহরুখের কেটে বসানো ছবি। টেলিভিশন আর কুশনেও শাহরুখ। এমনকি শাহরুখের অনুকরণে বিশাল নিজের নাম রেখেছেন বিশাহরুখ খান।
বিশাল বলেন, ‘শাহরুখের মতো কেউ হতে পারবেন না। তবে আমি চাই, আমার নামে তাঁর নাম থাকুক। আমার ছেলেমেয়েদের নাম রেখেছি সিমরান ও আরিয়ান।’
শাহরুখের ছেলের নাম আরিয়ান। এই তারকার একটি বড় বাজেটের ছবির প্রধান নারীচরিত্রের নাম সিমরান। শুরুতে বিশালের শাহরুখ-প্রীতি নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। এখন তাঁরা বুঝে গেছেন, শাহরুখের প্রতি তাঁর এই ভালোবাসা শেষ হওয়ার নয়। রয়টার্স।
0 comments:
Post a Comment