ই-ফয়েল প্রযুক্তি হচ্ছে ইলেকট্রনিক পারফর্মেন্স সাপোর্ট সিস্টেম। এ পদ্ধতিতে বৈদ্যুতিক কম্পনের সঙ্গে তাল মিলিয়ে পোশাক প্রতিক্রিয়া দেখাতে পারে। পোশাকটির নাম দেয়া হয়েছে ‘ইনটিমেসি ২.০’।
‘ইনটিমেসি ২.০’ পোশাকটি পরিধানকারীর হৃদস্পন্দন মাপতে পারে এবং চারপাশের মানুষ সম্পর্কে ব্যবহারকারীর অনুভূতি বুঝে রং পরিবর্তন করতে থাকে। পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয়েছে চামড়া এবং আলোনিরোধক ই-ফয়েল।
পোশাক নির্মাতা প্রতিষ্ঠান স্টুডিও রুজগারডে জানিয়েছে, ‘পোশাকটির সৌন্দর্য বৃদ্ধি ও এর স্বচ্ছতা পরিবর্তনের বিষয়টি পরিধানকারীর মেজাজের ওপর নির্ভরশীল। পরিধানকারী তার সৌন্দর্য বাড়াতে পোশাকটি পরে কোনো অনুষ্ঠানে হাজির হলে পোশাকের গুণেই সৌন্দর্য ফুটে উঠবে।’
বিনোদনজগতে ইনটিমেসি ২.০ পোশাকটি সবচেয়ে বেশি আবেদন জাগাতে সক্ষম হবে বলেই নির্মাতাদের ধারণা। আপাতত মেয়েদের জন্য ইনটিমেসি ২.০ পোশাক তৈরি করলেও আগামীতে ছেলেদের জন্য এ ধরনের প্যান্ট তৈরির পরিকল্পনা করেছে স্টুডিও রুজগারডে।
নতুন পোশাকটি পুরোপুরি কালো এবং স্বচ্ছ দুই রকম ডিজাইনেই পাওয়া যাবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment