মাইক্রোসফটের অফিস ল্যাব সম্প্রতি নতুন প্রযুক্তি বিষয়ক একটি ভিডিও প্রকাশ করেছে। সে ভিডিওতে নতুন এ রোদচশমার প্রযুক্তি দেখানো হয়েছে।
আগামী দশকেই নতুন এ প্রযুক্তি রোদচশমার সঙ্গে জুড়ে দেবার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। রোদচশমার সঙ্গে এ প্রযুক্তি জুড়ে দেয়া হলে পোর্টেবল বিভিন্ন ডিভাইস আর সঙ্গে বহন করার প্রয়োজন পড়বে না বলেই মাইক্রোসফটের বিশেষজ্ঞদের মত।
এ ছাড়াও বিভিন্ন ভাষা অনুবাদ করে শোনানোর কাজটিও চশমা স্বয়ংক্রিয়ভাবেই করবে। চশমার সাহায্যে কোনো ভাষা দেখা হলে সে ভাষার অনুবাদ করে শোনাবে চশমাধারীকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment