কৃত্রিম এ মৌচাকটির বাইরে রয়েছে একটি ফুল রাখার পাত্র এবং মৌচাকের ভেতরের মৌমাছি আকৃষ্ট করার জন্য বিশেষ ব্যবস্থা। এ মৌচাকে ঢুকতে ছোটো একটি ছিদ্র রাখা হয়েছে। তাছাড়াও ভেতরে কৃত্রিম মৌচাক রাখা হয়েছে যা মৌমাছির আবাসস্থল হিসেবে পছন্দ হবে।
মৌচাক থেকে মধু আহরণের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। নীচের দিকে সামান্য চাপ দিলেই পরিমাণমতো মধু মৌচাক থেকে সংগ্রহ করা যাবে। এ পদ্ধতিতে মৌচাকের কোনো ক্ষতি হবে না।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment