
১১.১১.১১ বা ১১ নভেম্বর ঐশ্বরিয়ার কোল জুড়ে সন্তান আসতে পারে ভেবে এ তারিখটির ওপরেই বেশি বাজি ধরছেন বুকাররা। তবে ৯ থেকে ১৪ তারিখ পর্যন্তও বাজি ধরা হয়েছে। এখন পর্যন্ত প্রায় দেড়শো কোটি টাকার বাজি ধরা হলেও তা আরো বাড়তে পারে বলেই বাজিকরদের আশা।
এদিকে, ১১ নভেম্বরই যে শিশুর জন্ম হবে এমন গুজব উড়িয়ে দিয়েছেন অভিষেক বচ্চন। জানা গেছে, শিশুর অবস্থা বিবেচনা করে তারিখ পরিবর্তন হতে পারে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম