বচ্চন
পরিবারের নতুন সদস্য ঘিরে ভারতে বাজির বাজার রমরমা। ঐশ্বরিয়া রায়ের ছেলে
নাকি মেয়ে হবে আর কবে সন্তান ভূমিষ্ঠ হবে এমন বিষয়গুলো নিয়েই বাজিকররা দর
হাঁকছেন। অভিষেক-অ্যাশের সন্তান নিয়ে দেড়শো কোটি ভারতীয় টাকারও বেশি বাজি
ধরা হয়েছে। খবর এনডিটিভি-এর।১১.১১.১১ বা ১১ নভেম্বর ঐশ্বরিয়ার কোল জুড়ে সন্তান আসতে পারে ভেবে এ তারিখটির ওপরেই বেশি বাজি ধরছেন বুকাররা। তবে ৯ থেকে ১৪ তারিখ পর্যন্তও বাজি ধরা হয়েছে। এখন পর্যন্ত প্রায় দেড়শো কোটি টাকার বাজি ধরা হলেও তা আরো বাড়তে পারে বলেই বাজিকরদের আশা।
এদিকে, ১১ নভেম্বরই যে শিশুর জন্ম হবে এমন গুজব উড়িয়ে দিয়েছেন অভিষেক বচ্চন। জানা গেছে, শিশুর অবস্থা বিবেচনা করে তারিখ পরিবর্তন হতে পারে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment