পলিটেকনিকো দ্য মিলানো ক্যাম্পাসে গাছের সারি থেকে এ গম্বুজ বাড়িটি তৈরি করা হবে।
বাড়ির মূল কাঠামো তৈরি করা হবে ১০ টি জাপানি চেরি গাছ ব্যবহার করে। এ চেরি গাছগুলো রোপণের পর এগুলোর সঙ্গে একটি টাওয়ার সাপোর্ট হিসেবে দেয়া হবে। এ গাছগুলো বড় হয়ে যখন টাওয়ার স্পর্শ করবে তাখন এগুলোকে বাঁকানো শুরু হবে। গাছের ডালপালাগুলো সিঁড়ি বা অন্যান্য ঘরের আকার দেয়া হবে।
গাছের এ গম্বুজবাড়িটির আসবাবও তৈরি হবে পরিবেশবান্ধব প্রযুক্তিতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment