মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও মেক্সিকোর মধ্যে রয়েছে এই সুড়ঙ্গপথ। এই পথ দিয়েই পাচার হয় মারিজুয়ানা। ৩৭০ মিটার দৈর্ঘ্যর এই সুড়ঙ্গপথে বিদ্যুত্ ও বাতাস চলাচলের ব্যবস্থাও রয়েছে।
সম্প্রতি এই সুড়ঙ্গপথ দিয়ে ১৭ টন মারিজুয়ানা পাচারের সময় তা আটক করেন মেক্সিকোর সৈন্যরা।
পণ্যসামগ্রী রাখার একটি গুদামঘরের সঙ্গে এই সুড়ঙ্গপথের সংযোগ রয়েছে। গুদামঘর থেকে কার্গো ট্রাক বের হওয়ার সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) মাদকের একটি চালান ধরে ফেলে। মেক্সিকোর সৈন্য দল সুড়ঙ্গের দক্ষিণ অংশে আট টন মারিজুয়ানা আটক করে। এতে ‘ক্যাপ্টেন আমেরিকা’ লেবেল লাগানো ছিল।
মেক্সিকো সেনাবাহিনীর এক জেনারেল বলেন, ‘মাদকদ্রব্যে ব্যবসায়ী সিনালো এই সুড়ঙ্গপথটি নিয়ন্ত্রণ করত।’
মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়ায় মাদকদ্রব্যের পাচারে প্রধান পথ হলো টিজুয়ানা। মাদকব্যবসায়ীরা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০টি সুড়ঙ্গপথ খননের মাধ্যমে মাদক চোরাচালান করেন। খবর রয়টার্স। প্রথম আলো
0 comments:
Post a Comment