১৯৭২ সালের ওয়েস্টার পার্পিচুয়াল মডেলের এ টাইমপিসটি সুপার ম্যাগনেট এবং বাজ-শ গ্যাজেট হিসেবে ব্যবহৃত হয়।
উল্লেখ্য, রোলেক্স ওয়েস্টার হচ্ছে প্রথম বায়ু, ধূলা এবং পানিরোধী ঘড়ি। নিজস্ব উইন্ডিং মেকানিজমের পার্পিচুয়াল রোটর রয়েছে ডিভাইসটিতে। ঘড়িটি সবধরনের পরিবেশেই মানানসই। প্রশান্ত মহাসাগরের ৩৫ হাজার ফুট নীচে বা ৫০০ ডিগ্রি ওভেনে এমনকি মহাকাশেও এ ঘড়িটি টিকে থাকে। সবচেয়ে কাংখিত এবং সংগ্রহে রাখার বস্তু হিসেবে রোলেক্স ওয়েস্টার ঘড়িটি এখনও তার আবেদন ধরে রেখেছে।
এ ডিভাইসটি আদতে ঘড়ির মতো কাজ না করলেও এর জনপ্রিয়তা আকাশছোঁয়া করেছিলেন রজার মুর।
ঘড়িটি ২ লাখ ২০ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে বলেই আশা করছে নিলাম কর্তৃপক্ষ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment