
ভুপেন হাজারিকা শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভুগছিলেন। পাঁচ মাস ধরে তিনি মুম্বাইয়ের হাসপাতালে চিকিত্সা নিচ্ছিলেন। গত মঙ্গলবার তাঁর ডায়ালাইসিস হলেও তাতে কোনো লাভ হয়নি। ডায়ালাইসিসেও সাড়া দিচ্ছিল না তাঁর শরীর। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।