কমনওয়েলথ দেশভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলন উপলক্ষে স্বর্ণের মুদ্রাটি প্রকাশ করা হয়েছে। এর এক পিঠে আছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি, অন্য পিঠে লম্ফমান ক্যাঙ্গারুর ছবি।
এক হাজার ১২ কেজি ওজনের মুদ্রাটি তৈরি করেছে পার্থ টাঁকশাল। এটি প্রায় ৪ দশমিক ৭ ইঞ্চি পুরু এবং ৩১ ইঞ্চি চওড়া। ৯৯ দশমিক ৯৯ ভাগ খাঁটি সোনা দিয়েই এটি তৈরি করা হয়েছে।
পার্থ টাঁকশালের প্রধান নির্বাহী কর্মকর্তা এড হারবুজ বলেন, উদ্ভাবন-কুশলতা ও নতুনত্বে এটি অনন্য। আকারে ও ওজনে এমন বিশাল একটি মুদ্রা তৈরি করা খুবই কষ্টসাধ্য কাজ। অন্য কোনো টাঁকশাল হয়তো এ কাজ করতে চাইবে না। এএফপি।
0 comments:
Post a Comment