ফারহাত তোকাই নামের শিশুটিকে গতকাল বৃহস্পতিবার জীবিত অবস্থায় সেখানে পাওয়া যায়। তবে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে বের করে আনতে আজ সকাল পর্যন্ত সময় লাগে বলে জানায় বিবিসি।
উদ্ধারকারী এক কর্মকর্তা বলেন, ‘তাকে সাহরার একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং সে ভালো আছে। ’
গত রোববার প্রদেশটিতে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পে ৫২৩ জন নিহত এবং আহত হয় এক হাজার ৬০০ জন। আটকে পড়া ১৮৫ জনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে শতাধিক।
কর্তৃপক্ষ বলছে, ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া লোকজনকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ধীরে ধীরে কমে যাচ্ছে। একই সঙ্গে বৃষ্টি ও তুষারের ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
উদ্ধারকারীরা এখনো কোনো কোনো জায়গায় উদ্ধারকাজ চালিয়ে গেলেও অনেক জায়গায় কাজ বন্ধ করে বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রয়োজনে কাজ করছেন।
0 comments:
Post a Comment