সবচে স্বর্ণ সূত্রটি হল, নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে সহকর্মীদের বেশি কিছু না বলা। ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ সহকর্মীদের না জানানোই ভাল। কারণ অনেক ক্ষেত্রে সহানুভূতির বদলে এগুলোকেই তাঁরা আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতে পারেন। কিন্তু আড্ডার বিষয়বস্তু হতে হবে হালকা। আবহাওয়া, খেলা, গান বা সিনেমা এ ধরনের বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা ভাল।
সহকর্মীদের কথাবার্তা বা আচরণকে খুব বেশি গুরুত্বের সঙ্গে না নেওয়াই ভাল। তাদের আচরণ, মন্তব্য বা মতামতকে বেশি গুরুত্ব দেবেন না। সহকর্মীদের কেউ কেউ ইচ্ছে করে অনেক সময় বিরক্ত করতে চায়। রাগাতে চায়। কিন্তু তাদের সেই উদ্দেশ্য পূর্ণ হতে না দেওয়াই ভাল।
আর সাবধান। ভুলেও এ ধরনের সহকর্মীদের নিজের বন্ধুদের সঙ্গে পরিচয় করাবেন না। কারণ অনেক সময় এসব ছদ্মবেশী বন্ধুরা সত্যিকার বন্ধুদের ওপর প্রভাব ফেলে। টাইমস অব ইন্ডিয়া
0 comments:
Post a Comment