লন্ডনে গত এক সপ্তাহে ১৩ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন, যারা অবৈধভাবে বিভিন্ন খাবার দোকানে কাজ করছিলেন।
লন্ডনের শ্যালফন্ট সেন্ট পিটার, অ্যাবারডিন, হেয়ারফোর্ড ও নিউ ক্যাসেল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ইউকে বর্ডার এজেন্সি (ইউকেবিএ)।
এদের কাজে নিয়োগ দেওয়ার শাস্তি হিসেবে সংশ্লিষ্ট রেস্তোরাঁ মালিকদের শ্রমিক প্রতি ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে শ্যালফন্ট সেন্ট পিটার এলাকার মার্কেট প্লেসে অভিযান চালিয়ে তৃপ্তি রেস্টুরেন্ট থেকে ছয় কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাজের অনুমতিপত্র না থাকার বিষয়টি বেরিয়ে আসে।
ইউকেবিএ কর্মকর্তারা জানান, এদের মধ্যে ২৮ থেকে ৩৩ বছর বয়সী চার জন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাজ্যে থাকছিলেন। ২৩ বছর বয়সী এক শিক্ষার্থী ভিসার শর্ত অমান্য করে কাজ করছিলেন। অন্য জন রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন, তবে প্রত্যাখ্যাত হয়েছেন।
গ্রেপ্তারকৃতদের যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া বর্তমানে স্থগিত রাখা হয়েছে। তাদের নিয়োগের ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া অনুসরণ করার প্রমাণ না দেখাতে পারলে নিয়োগকারী তৃপ্তি রেস্টুরেন্টকে সর্বোচ্চ ৬০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
গত ৬ অক্টোবর অ্যাবারডিন এলাকার মনজিল রেস্টুরেন্ট থেকে দুজন এবং ওয়েস্টএন্ড তন্দুরি থেকে আরো এক অবৈধ শ্রমিককে আটক করা হয়। এদেরকে দেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত আটক রাখা হবে বলে জানিয়েছেন ইউকেবিএ কর্মকর্তারা।
এ দুই রেস্টুরেন্ট ৩০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারে।
৩ অক্টোবর রাত ৯টার দিকে হেয়ারফোর্ডের সোয়েন্সহিল এলাকার কিং একর স্ট্রিটের বাসমতি রেস্টুরেন্ট থেকে দুজন অবৈধ বাংলাদেশি কর্মচারীকে গ্রেপ্তার করে ইউকেবিএ কর্মকর্তারা। অভিযানের সময় তারা রেস্তোরাঁর পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।
বাসমতি রেস্টুরেন্টকে দুই অবৈধ কর্মচারীকে নিয়োগ দেওয়ার দায়ে ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
নিউ ক্যাসেলের আকবর ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে দুই অবৈধ বাংলাদেশি কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা ডারহাম পুলিশ স্টেশনে আটকাবস্থায় রয়েছে এবং তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্রেপ্তারকৃত প্রত্যেকে বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাজ্যে কাজ করছিলেন বলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত করা হয়।
ইউকেবিএ কর্মকর্তা পলা বারটন বলেন, আইন ভেঙ্গে অনুমতি ছাড়া কোনো বিদেশি কর্মচারী নিয়োগ দিলে যে কোনো রেস্তোরাঁ জরিমানা এবং সম্ভাব্য মামলার মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment