কলহের সূত্রপাত ঘটেছিলো সামান্য একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে। মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনিতো অ্যাপোলিনার নামের ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দেন। তার স্ট্যাটাসটি অনেক বন্ধু লাইক করে এবং সেখানে কমেন্টও দেয়। কিন্তু তার স্ত্রী সে স্ট্যাটাসটিতে লাইক দেননি বলে রেগে যান বেনিতো। রেগে স্ত্রীর গায়ে হাতও তোলেন তিনি।
পুলিশের কাছে বেনিতো জানিয়েছেন, ‘স্ট্যাটাস লাইক করাটা ভার্চুয়াল সম্মানের বিষয়। স্ত্রী হিসেবে সে আমাকে এটা দেখায় নি।’
বেনিতো আরো বলেছেন, ‘এটা আশ্চর্যের বিষয় যে আমার স্ট্যাটাস অনেকেই ‘লাইক‘ করলো, কমেন্ট করলো, কিন্তু স্ত্রী হিসেবে তারই সবার আগে লাইক করা উচিৎ ছিলো।’
স্ট্যাটাস লাইক না করাকে কেন্দ্র করে বউ পেটানোর এ মামলাটির শুনানি হবে ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আদালতে ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment